
পাবনা প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি পাবনা জেলা শাখা প্রধান সংগঠক ব্যারিস্টার আসিব আল আসাদ খান বলেন, প্রথমে আমি স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। ৩৬দিনে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এদেশ থেকে একটা ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করতে পেরেছি।
আমাদের কাজ হচ্ছে দেশ গড়ার কাজ, জুলাই ২৪ এর মাধ্যমে সাধারণ জনতা যে রাজনৈতিক অন্বেষণ ঘটিয়েছে এই রাজনৈতিক শক্তিকে সংগঠিত করে আমরা একটা নতুন রাজনৈতিক দলের পরিণত করেছি।
আমাদের কাজ হচ্ছে সাধারণ জনগণের সমর্থনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়া,
তখনই আমরা সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার পূরণের লক্ষ্যে যে সকল পলিসি সে সকল এজেন্ডা বাস্তবায়ন করতে পারব।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আটঘরিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এক মতবিনয় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
আজ ১৪ই জুলাই সোমবার আটঘরিয়া উপজেলা সদর দেবোত্তর এসবি কমপ্লেক্স এর নিচতলায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বৈসষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা শাখার সদস্য ও আটঘরিয়া উপজেলা প্রতিনিধি মহিদুল ইসলাম রাকিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি ঈশ্বরদী শাখার অন্যতম সংগঠন মোহাম্মদ জামাল উদ্দিন মোল্লা, রুহুল আমিন রুবেল, সৈয়দ নুরুজামান প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় আব্দুর রব মাসুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত কেএম আতিক হাসান, মো: পলাশ সহ অনেকেই উপস্থিত ছিলেন।