
চঞ্চল,
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চাঞ্চল্যকর আবু সামা -৬০- হত্যা মামলার প্রধান দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ,র্যাব। র্যাব-১৩, রংপুর এবং র্যাব-৭, চট্টগ্রাম-এর একটি যৌথ দল রবিবার -২০ জুলাই- রাতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন মামলার প্রধান আসামি মোঃ হাসেম আলী -৪২- এবং দ্বিতীয় আসামি মোঃ শাহিন -২২-। তারা উভয়েই হাতীবান্ধা উপজেলার ঠেংঝাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক -মিডিয়া-, অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী আজ সোমবার -২১ জুলাই- এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ জুন, ২০২৫ তারিখে জমিতে যাওয়ার পথে আবু সামার ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় আসামিরা। তারা বাঁশের লাঠি, লোহার রড এবং ধারালো অস্ত্র দিয়ে আবু সামাকে গুরুতর জখম করে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হাতিবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব আসামিদের ধরতে তৎপর হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানার ধুমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।