
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি:
হাটহাজারী বাজারে সিএনজি অটোরিকশা স্টেশন স্থাপনের দাবিতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের সাথে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা ও হাটহাজারী উপজেলা নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ ফুলেল শুভেচ্ছা।
হাটহাজারী বাজারের যানজট নিরসনের লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার আওতায় হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে ইসলামী অটো বাইক শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের সাথে বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় হাটহাজারী উপজেলায় একান্ত সাক্ষাত মিলিত হন।
এ সময় যানজট নিরেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় হাটহাজারী বাজার নির্বিঘ্নে যাত্রী উঠানামা করার সিএনজি স্থাপনের জন্য জোর দাবি জানানো হয় এবং হাটহাজারীর কাশারী সড়ক হইতে ব্যাটারি চালিত অটোরিকশা সমূহ চট্টগ্রাম খাগড়াছড়ি রামগড় সড়কে না ওঠার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। আমাদের দাবি সমূহ ইউএনও মহোদয় মনোযোগ সহকারে আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বস্ত করেন। নির্বাহী অফিসার, উপজেলা প্রশাসনের সকল কার্যক্রমের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
ইউনো মহোদয় নিয়োগ পরবর্তী নিদর্শনের কান্ডের ধ্বংস করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় শ্রমিকদের বিভিন্ন দাবী সমূহ তুলে ধরেন-
ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি আলহাজ্ব মোঃ ফোরকান শিকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সাবেক সভাপতি মুফতি আব্দুল আলী কারীম,
জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ
ইসলামী শ্রমিক আন্দোলন হাটহাজারী উপজেলা সেক্রেটারি মোহাম্মদ একরাম, মোঃ শামীম, মোহাম্মদ বাবুল, রাজু বাদশার ওবায়দুল বেলাল সুমন এনাম হেলাল ইমরান মোঃ রাসেল মোঃ ফয়সাল প্রমুখ।
এসময় নব নিযুক্ত হাটহাজারী নির্বাহী অফিসার কে ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন।