মোঃ আবু তৈয়ব, হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার মাটিখেকোদের ধরতে গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মো.ইমরান নামের এক ব্যক্তিকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেন।
শুক্রবার -২৪ জানুয়ারী- সকালের ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার -ইউএনও- এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার ২৩ জানুয়ারী দিবাগত রাত বারোটা থেকে আড়াইটা পর্যন্ত হাটহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ মোহাম্মদপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়- উল্লেখিত পৌরসভার ৮ ও ৯নং এলাকায় দিনে রাতে সমানতালে বিল- খাল- ছড়ার পাড় থেকে শুরু করে বিভিন্ন ফসলি জমির মাটি স্কেবেটরের সাহায্যে কেটে একাধিক ড্রাম ট্রাকের সাহায্যে তা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে জলাশয়- পুকুর ভরাট কাজে পরিবহন করা হচ্ছে। ঘটনারদিন গভীর রাতে উল্লেখিত ৯নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় রাতের আঁধারে স্কেবেটরের সাহায্যে কৃষি জমির টপসয়েল কেটে ড্রাম ট্রাক যোগে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়। এসময় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে টপসয়েল কাটার অপরাধে উল্লেখিত এলাকার মো আবু তাহেরের পুত্র মো.ইমরান নামক এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর আওতায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের -ডিসিআর- মাধ্যমে আদায় করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এসময় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত যানের দুটি ব্যাটারিও জব্দ করা হয়। অভিযান পরিচালনায় হাটহাজারী মডেল থানার পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা সাথে থেকে সহযোগিতা করেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান জানান- কৃষি জমির সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।