
নয়ন হোসেন, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও হরিপুরে ১৭ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকা সময় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সফল ও সুষ্ঠুভাবে উদযাপন করতে হরিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ৫ নং হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, হরিপুর থানা অফিসার ইনচার্জ জাকিরিয়া মন্ডল, ও পল্লী বিদ্দুত অফিসার মশিউর রহমান ও হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা নগর কুমার পালসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয়,নেতৃবৃন্দ,উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজার সকল প্রস্তুতি কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং উৎসবকে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন, “শারদীয় দুর্গাপূজা হরিপুরে ঐতিহ্যবাহী উৎসব হিসেবে বিশাল গুরুত্ব বহন করে। আমরা চাই সকলের সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক।”
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব। হরিপুরে প্রতিবছরই ধর্মীয় সহনশীলতার প্রতীক হয়ে এই উৎসব উদযাপিত হয়।