
জামালপুর প্রতিনিধি।।
স্মার্ট বাংলাদেশ বির্নিমান ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে জামালপুরের সরিষাবাড়ীতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্টেশন মাঠে এ জনসভার আয়োজন করে আওনা ইউনিয়ন আওয়ামী লীগ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের মৎস ও প্রাণী
বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিটি জনপদে উন্নয়নের ছুঁয়া লেগেছে। উন্নয়নের এই মহাযজ্ঞ দেখে জামাত -বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। ঐ কুচক্রী মহল শেখ হাসিনা উন্নয়ন নস্যাৎ করতে মরিয়া হয়ে উঠেছে। জনগন তাদের যড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবার জন্য প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধিনেই হবে। আর সেই নির্বাচনে জনগন নৌকাকে বিজয় করে আবারো শেখ হাসিনাকে
বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবে বলে তিনি তার বক্তব্যে বলেন।
এতে বক্তব্য রাখেন,পৌ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু,
উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মামুনুর রহমান প্রমুখ।