
আমিরুল হক, নীলফামারী।।
নীলফামারীর সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজারে ট্রাকের ধাক্কায় দুখা মামুদ (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছে। শনিবার (২১ আগষ্ট) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর থেকে রংপুরগামী মাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৮৯২৮) ওই সড়কে কামারপুকুর বাজার পৌঁছলে এসময় পথচারী দুখা মামুদ রাস্তা পাড় হওয়ার সময় ট্রাকের ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তাঁর বাড়ি সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও চালককে এলাকাবাসী আটক করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




















