
তৌহিদ বেলাল, কক্সবাজার অফিস:
মিয়ানমারের আরাকান আর্মির হাতে আবারও অপহরণের শিকার হয়েছেন বাংলাদেশি ১৮ জেলে। একই সাথে ৩টি মাছ ধরার ট্রলারও নিয়ে গেছে ওই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।
রোববার সন্ধ্যার পর কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম ও পূর্ব দিকে বঙ্গোপসাগরের অংশ থেকে এসব জেলেকে তুলে নিয়ে যায় আরাকান আর্মি।
ট্রলার তিনটির মালিক সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার আফসারউদ্দিন, আবু তাহের ও মুহাম্মদ আলমগীর। মাছধরা এসব ট্রলারের প্রতিটিতে ৬ জন করে জেলে ছিলেন বলে জানা গেছে।
সেন্টমার্টিন ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিমউদ্দিন জানান, রোববার সন্ধ্যার দিকে সেন্টমার্টিনের পশ্চিম ও পূর্ব সাগরে জেলেরা মাছ আহরণ করছিলেন। ওই সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে বাংলাদেশি মালিকানাধীন সেন্টমার্টিন দ্বীপের ৩টি ট্রলারসহ ১৮ জেলেকে ধরে নিয়ে যায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন সাংবাদিকদের জানান, সাগর থেকে আবারও আরাকান আর্মি সদস্যরা জেলেদের আটক করেছে বলে শুনেছি। তবে মাছ ধরার ক্ষেত্রে জেলেদের সতর্ক হতে হবে। ঘটনাটি সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ইতঃপূর্বে গেলো আগস্ট মাসেই ৫৬ জন জেলেকে আরাকান আর্মি অপহরণ করে নিয়ে গেছে। সর্বশেষ ১৮ জনসহ সেই সংখ্যা ৭৪ জনে দাঁড়িয়েছে। তবে তাদের কাউকেই এখনও পর্যন্ত ছাড়িয়ে আনা সম্ভব হয়নি।