
মোঃ রাকিবুল ইসলাম, পূর্বাচল প্রতিনিধি:
রাজধানীর উত্তরখান মাস্টারপাড়া থেকে কিশোর গ্যাংয়ের অন্যতম নেতা ও ছিনতাইকারী চক্রের হোতা মো. মোরশেদ আলম (৪৮)সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বাচল আর্মি ক্যাম্প। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মোরশেদের সহযোগী হিসেবে ধরা পড়েছেন— মো. আলম (২৮), হাসানুল (২২), পারুল (৪৮) ও বেবী (৪২)।
বাংলাদেশ সেনাবাহিনী পূর্বাচল আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, মোরশেদ আলম দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং পরিচালনা করে আসছিলেন। তিনি সদস্যদের আশ্রয় দেওয়ার পাশাপাশি দেশীয় অস্ত্র সরবরাহ করতেন। এছাড়া ছিনতাই ও লুটকৃত মালামাল কেনা-বেচা এবং বাড়ি জবরদখল করে অসামাজিক কার্যকলাপের জন্য ভাড়া দেওয়ার সাথেও জড়িত ছিলেন তিনি।
অভিযানকালে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও দেহ ব্যবসায় ব্যবহৃত অবৈধ ঔষধ, জন্মনিয়ন্ত্রণ এম্পুল ও সিরিঞ্জ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে উত্তরখান থানায় হস্তান্তর করা হয়।
উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।