
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণার দুর্গাপুরে বৃক্ষরোপণ করেছে সুসং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী মো: মামুন খান। মঙ্গলবার দুপুরে সুসং সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে রোপণ করা হয় নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।
সুসং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মামুন খান বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও আধুনিক বাংলাদেশ গড়ার বিনির্মাণে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। আজ আমি এরই ধারাবাহিকতায় সুসং সরকারী কলেজ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি করেছি৷
সকলকে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করার আহ্বান জানান তিনি।