
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৪৪ ধারার সীমানার বাইরে দহবন্দ ইউনিয়নের ধুমাইটারী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা করেন বিএনপির বিক্ষুদ্ধ গ্রুপ। বিকাল ৫টার পরে দহবন্দ ইউনিয়ন বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদ সভাপতি মো. মোজহারুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা ও কঞ্চিবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজমুল হুদা, বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু এবং পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক নাহমুদুল হক রাসেল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন পপেল, দহবন্দ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন প্রমূখ। এদিকে বিএনপির অপর গ্রুপ প্রতিটি ইউনিয়নে পৃথকভাবে প্রতিষ্ঠা বাষির্কী পালন করেছেন।সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা চলাকালিন সময়ে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ১৪৪ ধারা চলমান রয়েছে। রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবদ থাকবে। সকাল থেকে উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়ন ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে বিএনপির দুই গ্রুপ একই স্থানে পৃথক কর্মসূচি (সভা-সমাবেশ) ঘোষণা করায় গাইবান্ধার সুন্দরগঞ্জে ১১৪ ধারা জারি করেছেন প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্বক অবনতির আশঙ্কায় সুন্দরগঞ্জ পৌর শহর এলাকায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিউটিব ম্যাজিষ্ট্রেট রাজ কুমার বিশ্বাস।