হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টানা ভারী বর্ষনকে উপেক্ষা করে শনিবার উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সুন্দরগঞ্জ ডি রাইটার সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিরুল ইসলাম- উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আশিকুর রহমান- উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন- বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান আকন্দ- প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি এম এ জিয়াউল ইসলাম প্রমূখ। এর আগে একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।