হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় উত্তরণ চতুর্থ বিজ্ঞান অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার উত্তরণ পাঠাগারের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ হলরুমে উত্তরণ বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমপক্ষে ৩০০জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। পরে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক নুরুল ইসলামের সভাপতিত্বে বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বকুল কুমার চক্রবর্তী, ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজি সায়েন্টিফিক অফিসার হাসিসুর রহমান সোহাগ- বরিশাল বিশ্ববিদ্যালয়রে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় সরকার- মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজির হোসেন- সুন্দরগঞ্জডিড রাইটার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান প্রভাষক মোস্তাফিজার রহমান, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ- থানার পুরিশ পরিদর্শক তদন্ত মিলন কুমার চ্যাটার্জী- অবসর প্রধান শিক্ষক আব্দুস সামাদ- অবসর উপাধ্যক্ষ নাসরিন সুলতানা প্রমুখ। পরে মাধ্যমিক পর্যায়ে বিজয়ী ৩ জন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজয়ী ৩ জন মোট ৬ জন শিক্ষার্থীকে বই- ক্রেস্ট- প্রাউজবন্ড- গাছের চারা ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আহবায়ক আরিফুর রহমান আরিফ- সভাপতি ঢাবি শিক্ষার্থী শাখিফুজ্জামান ও সাধারন সম্পাদক সুজন বসুনিয়া। এছাড়া উপস্থিত বুদ্ধিদীপ্ত উত্তরণে ৭ জন শিক্ষার্থীকে গাছের চারা বিতরণ করা হয।