পলাশ সাহা
দুর্গাপুর-নেত্রকোণা- প্রতিনিধি।।
নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের সাধারণ মানুষের চিকিৎসা সেবা গ্রহণের অন্যতম প্রধান স্বাস্থ্যকেন্দ্র দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এখানে চিকিৎসা নিতে আসেন মানুষজন। তবে রোগীর তুলনায় হাসপাতালের জনবল কম থাকায় কাঙ্খিত স্বাস্থ্যসেবা দিতে খুব হিমসিম খেতে হয় স্বাস্থ্য কর্মীদের। সীমিত সামর্থ্য দিয়েই মানুষকে সর্বোচ্চ সেবা দেবার চেষ্টা করছেন এখানকার স্বাস্থ্যকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তর এর ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মুহাম্মদ শাহাবুদ্দিন। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এসময় তিনি রোগীদের খোঁজখবর নেন। হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান এখানকার সমস্যা নিরসনে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে।
হাসপাতাল পরিদর্শন করে নেত্রকোণার সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য বলেন- এখানকার স্বাস্থ্যসেবার মান আরো বৃদ্ধি করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসাম্মৎ জেবুন্নেসা বলেন- হাসপাতালের সংকটসমূহ নিরসন করা গেলে দুর্গাপুরবাসীকে আরো উন্নততর চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সংকটসমূহ নিরসন করা গেলে সাধারণ মানুষ তাদের কাঙ্খিত চিকিৎসা সেবা পাবে বলে আশা করছেন সকলেই।