স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোঃ নজিবুর রহমান(৬৫) নামের এক ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে । সে উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের দোগাছি গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে । এ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় আরও ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ।
উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ডেঙ্গুতে আক্রন্ত নজিবুরের ছেলে মোঃ আব্দুল মোতালেব জানায় গত রবিবার থেকে তার পিতার শরীরে জ্বর দেখা দেয় । গত ৩ দিন প্রাথমিক চিকিৎসা দেয়ায় তাতে কোনো উন্নতি না হলে । বুধবার উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তাসরিনা আলম তিশার তত্ত্বাবধানে স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে রক্ত সহ বিভিন্ন পরীক্ষা করে তার ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে । পরে আরও উন্নতো পরীক্ষা করার জন্য উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়ায় নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার নেয়া হয় । সেখানেও ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে এবং ক্রমেই রোগীর অবস্থা জটিল হয়ে পড়ে । তার উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার বেলা ২ টার দিকে ঢাকার ধনবান্দির রেনেসা ইউনাইটেড হাসপাতালে ভর্তি জন্য রওনা দিয়েছেন ।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আতাউল গনি ওসমানী জানান নজিবুর রহমান নামের এক রোগী আউটডোরে টিকিট নিয়ে পরীক্ষা করায়ে ডেঙ্গু পজিটিভ ধরা পরায় সে হাসপাতালে ভর্তি না হয়ে অন্য হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলে চলে যায় । এছাড়াও গত তিনদিনে আরও ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগিকে চিকিৎসা দেওয়া হয়েছে ।