স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের জনগনের সঙ্গে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া -সলঙ্গা) আসনের উন্নয়নের রূপকার, শান্তি প্রতিষ্ঠার মহানায়ক জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমামের চা চক্র ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুলাই) বিকেলে নলসোন্দা হাই স্কুল মাঠে এই চা চক্র ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ তানভীর ইমাম।
উপজেলার সলপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান কাকন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সামাদ সরকার, প্রচার সম্পাদক আহসান আলী সরকার, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, সলপ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মশিউল আজম বকুল প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা ও সলপ ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনাদের সামনে অনেক প্রার্থীর আগমন ঘটবে। আপনারা দেখেশুনে সিদ্ধান্ত নিবেন। জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে আগামীতে স্মার্ট বাংলাদেশ গঠন করতে অনুরোধ করছি