
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ক্যানেল থেকে ড্রামভর্তি এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল ৮টা ২০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদমতলী নয়াপাড়া এলাকায় রিয়া মনি স্কুল সংলগ্ন রাস্তার পশ্চিম পাশের ক্যানেলে একটি নীল রঙের ড্রাম ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি তারা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানায়।সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) নুর আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ সকাল ৯টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ড্রামের ভেতর থেকে আনুমানিক ৩২ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেন।পুলিশ মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পিবিআই নারায়ণগঞ্জের একটি টিম সিদ্ধিরগঞ্জ থানায় এসে কাজ শুরু করেছে।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি বা অভিযুক্তের নাম-ঠিকানা জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
























