
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:
জেলা এনএসআই, চট্টগ্রাম কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ এলপি গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২০ জানুয়ারি ) দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত সাতকানিয়া উপজেলার ডেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কলেজ রোডসংলগ্ন হাঙ্গরকুল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আশরাফিয়া গ্যাস বিতরণ নামের একটি প্রতিষ্ঠানের মালিক মাকসুদুর রহমান (পিতা: আব্দুস সবুর) এর বিরুদ্ধে বিস্ফোরক অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই আবাসিক এলাকায় অরক্ষিত অবস্থায় এলপি গ্যাস সিলিন্ডার মজুদ ও বিপণনের অভিযোগ প্রমাণিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত মাকসুদুর রহমান স্থানীয় একটি অসাধু চক্রের যোগসাজশে দীর্ঘদিন ধরে ফায়ার সেফটি নীতিমালা লঙ্ঘন করে প্রায় ১২০০টি এলপি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ করে রাখেন, যা এলাকার জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল।
জেলা এনএসআই, চট্টগ্রাম কার্যালয়ের দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের উপস্থিতিতে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৮ ও ৩৯ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিককে ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সাতকানিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি প্রতিনিধি দলও অভিযানে অংশ নেয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়ায় দায়িত্বরত এনএসআই কর্মকর্তা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ও বিপণনের বিরুদ্ধে এবং অপরাধ প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারী আছে।
গোয়েন্দা নজরদারি মাধ্যমে উপজেলা প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়ে এলাকার সচেতন মানুষ বলেন, আমরা আশা করি এমন অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ সকল কার্যক্রম বন্ধ হবে।
উপজেলা প্রশাসন জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে লাইসেন্সবিহীন ও ঝুঁকিপূর্ণ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

























