
মোঃ মিজানুর রহমান,
উপজেলাধীন কেরানিহাট এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে মোবাইলকোর্ট পরিচালনা করে ৫৩০০ টাকা জরিমানা করা হয়।
শনিবার (৯ আগষ্ট) বিকেলে কেরানিহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
এসময় যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৭টি মামলায় ৫৩০০/- টাকা জরিমানা করা হয় এবং আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সাতকানিয়া থানা পুলিশের একটি টিম এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল, লাইসেন্স ছাড়া বাস চালানোর মতো ঝুঁকিপূর্ণ ও আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে মোবাইল কোর্টের মাধ্যমে এমন অভিযান অব্যাহত থাকবে।