
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার বাংলাবাজার ও কেরানিহাট এলাকায় বাজার মনিটরিং ও জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৩জনকে ৩টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার -২৫ মার্চ- দুপুরে সাতকানিয়া উপজেলার বাংলাবাজারে মাংসের দোকান ও কেরানিহাট বাজারে বাজার মনিটরিং ও জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
অভিযানে একটি মাংসের দোকানে মূল্যতালিকা না থাকায় ও ওজন বৃদ্ধিকরণের উদ্দেশ্যে পানি পুশকরণ এবং দুইটি মাংস ও মুরগির দোকানে মূল্য তালিকা না থাকা ও ক্রয়রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দেওদিঘী নাজিমের মাংসের দোকানে ৫ হাজার টাকা, দস্তিদার হাট সাচি সওদগরের মাংসের দোকানে ২হাজার টাকা ও সদাহা ইসমা পোল্ট্রি ফার্মের মালিক আবদুর রহিমকে ১ হাজার টাকা। সর্বমোট ৩জনকে ৩টি মামলায় ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মাংসের দোকান থেকে কলিজার অংশটি জব্দ করা হয় এবং পরবর্তীতে তা এতিমখানায় দান করা হয়।
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর ছরোয়ার কামাল, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন-ভূমি- ফারিস্তা করিম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।