
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পৌরসভাস্থ দেওয়ানহাট এলাকায় যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত রাখতে ভাসমান দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান’র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দেওয়ানহাট এলাকার ফুটপাত ও বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপিত ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে ভাসমান দোকানদারদের দোকান সরিয়ে দেওয়ানহাটের ভেতরে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। এ সময় অস্থায়ী কাপড়ের দোকান মালিকদের তাদের দোকান নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য এক সপ্তাহের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। অন্যথায় নির্ধারিত সময় শেষে পুনরায় অভিযান চালিয়ে অবশিষ্ট দোকানও উচ্ছেদ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পৌরসভাস্ত দেওয়ানহাট এলাকায় ফুটপাত দখল করে ভাসমান দোকান বসায় পথচারীদের চলাচল বিঘ্নিত হচ্ছিল এবং যানজট ছিল নিত্যদিনের চিত্র। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় এলাকাবাসী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।