
তৌহিদ বেলাল।।
সৈকতে আসা পর্যটকদের ছবি তুলতেন সাগর। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছে সাগর (১৭) নামের এই ফটোগ্রাফার। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ তরুণ সাগর দীর্ঘদিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ফটোগ্রাফার হিসেবে কাজ করতেন। তার বাড়ি কক্সবাজার শহরতলির খুরুশকুল ইউনিয়নে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী অপর ফটোগ্রাফার ইয়াসির আরাফাত বলেন, তিনি ও সাগর একই সাথে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে গোসল করতে নামেন। সেখানে তারা দুজনই গর্তে আটকে যান। যখন তারা ডুবে যাচ্ছিলেন তখন পর্যটকবাহী ওয়াটার বাইকের চালক তাকে উদ্ধার করতে পারলেও ফটোগ্রাফার সাগর পানিতে তলিয়ে যান।
নিখোঁজ সাগরের চাচা মুহাম্মদ আলম তার ভাইয়ের ছেলে সাগর গোসলে নেমে নিখোঁজ হয়েছে শুনে ঘটনাস্থলে ছুটে এসেছেন।
বিচ বাইক চালক মুহাম্মদ ইউনুছ বলেন, ‘পর্যটক নিয়ে বিচ বাইক চালানোর সময় দুজনকে ডুবে যেতে দেখে একজনকে উদ্ধার করতে সক্ষম হই। তাকে নিরাপদে রেখে আবার গেলে অপরজনকে খুঁজে পাইনি।