
ইসমাইল ইমন,
চট্টগ্রামের চন্দনাইশে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন কে সদর পুলিশের সামনে হত্যার উদ্যেশ্যে পাথর দিয়ে থেতলে দেওয়ার প্রতিবাদ ও সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ সহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৯ আগষ্ট শনিবার, চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিক নেতারা বলেন, স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তৃতীয় স্তম্ভ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে পারেনি কোনো সরকার। সর্বশেষ ২৪এর জুলাই ঘোষণা পত্রেও সাংবাদিকদের অবহেলিত করা হয়েছে। সাংবাদিক তুহিন সহ নিহত সকল সাংবাদিকদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে দাবী জানান তারা। অন্যতায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি প্রদান করেন। এ সময় চন্দনাইশে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।