
সরিষাবাড়ী-জামালপুর-প্রতিনিধি।।
স্মার্ট যুব সম্মৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর সকালে উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, দৃষ্টিবাংলা’র নির্বাহী পরিচালক বাদশা ভুঁইয়া যুব সংগঠক কবি সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর সফল যু্ব উদ্যোক্তা মাকসুদা আক্তার, মতিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রশিক্ষিত যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।