
আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি জনাব মো. মোশারফ হোসাইন মঙ্গলবার (২২ জুলাই) সকালে বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের শিক্ষক, দশম শ্রেণির অভিভাবক ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এক পর্যায়ে তিনি বিদ্যালয়ের দশম শ্রেণি ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের চলমান ক্লাস কিছুটা সময় ধরে নেন এবং উপস্থিত শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করেন। একই সাথে বিদ্যালয়ের সকল শিক্ষক ও উপস্থিত অভিভাবকদেরকে শ্রেণি কার্যক্রমে শতভাগ উপস্থিতি নিশ্চিৎ করনে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। ২২/০৭/২০২৫ তারিখ থেকে আসন্ন প্রাক নির্বাচনী পরীক্ষা পর্যন্ত বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণি পাঠদান কার্যক্রমে ৮০% উপস্থিত না থাকলে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না বলে শিক্ষার্থীদের তিনি সতর্ক করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলহাজ্ব মো: আনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও দশম শ্রেণির অভিভাবকগণ উপস্থিত ছিলেন।