
নুর মোহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের ঘটনায় মোরশেদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় অপহৃত কিশোরীকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাংবাদিকদের জানান, “নাবালিকা অপহরণের অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপর হয়। আধুনিক প্রযুক্তির সহায়তায় মোরশেদের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত কিশোরীকে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।”
গ্রেফতারকৃত মোরশেদ কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মোরশেদ রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরপাড়া এলাকার নুরুল হকের পুত্র। সে এলাকা থেকে কৌশলে কিশোরীকে অপহরণ করে কক্সবাজার সমুদ্র সৈকতে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপহরণের কথা স্বীকার করেছে।
ঘটনার পর স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কিশোরীর শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।