এনামুল হক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০-২১ সেশনের নুর করিম সাদ নামের এক শিক্ষার্থীকে গতকাল -শুক্রবার- রাতে আনুমানিক ৯ টায় নিরাপত্তা দপ্তর এবং সোহরাওয়ার্দী হলের সংযোগ সড়ক থেকে সিএনজি সহযোগে চালকসহ অজ্ঞাত ৫ জন তুলে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জীববিজ্ঞান অনুষদের পিছনে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীকে সাইকেলের চেইন ও লোহার রড দিয়ে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও প্রক্টরিয়াল বডির সহযোগিতায় ভুক্তভোগীকে উদ্ধার করে প্রাথমিকভাবে চবি মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেকে প্রেরণ করা হয়।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী দাবি করেন যে- তাকে নির্যাতন করার সময় অজ্ঞাতনামা ওই ব্যক্তিরা একজন সহকারী প্রক্টরের সাথে মুঠোফোনে কথা বলতে থাকেন এবং তাকে মারতে থাকে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী আরো দাবি করেন, তাকে নির্যাতনকারী ব্যক্তিরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের কর্মীদের পরিচিত।
এ নির্যাতনের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দেয় এবং সিসি টিভি ফুটেজ দেখে ২৪ ঘন্টার ভিতরে নির্যাতনকারীদের শনাক্ত করতে হবে বলে দাবি জানান। এ সময় উপাচার্য মহোদয় এ ঘটনার সুষ্ঠু বিচার হবে বলে শিক্ষার্থীদের আশ্বাস প্রদান করেন।