শিমুল তালুকদার- সদরপুর থেকে।।
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর বাজারে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে বিনামূল্যে ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়।
১৫ নভেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো মানবিক সংগঠনের আয়োজনে এই কর্মসুচী অনুষ্টিত হয়।
কর্মসুচীতে আকটের চর বাজার এলাকার স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রী সহ
প্রায় দুই শতাধিক ব্যক্তিদের কে বীনা মূল্যে ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়।
সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো মানবিক সংগঠনের সভাপতি মহশিন উদ্দিন এর সভাপতিত্বে
এবং হান্নান খান ও ইব্রাহিম খানের আর্থিক সহযোগিতায়
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্ভোধন করেন আকটের চর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশ এর সভাপতি লিয়াজ ফারহান- ফরিদপুর মানবিক রক্তযোদ্ধার সভাপতি রাহাত ইসলাম ও ফ্যামেলি ডায়গনষ্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান সবুজ
সংগঠনের সভাপতি মহশিন উদ্দিন বলেন- আমাদের সংগঠন থেকে সদরপুর ও চরভদ্রাসন উপজেলার দুঃস্থ- অসহায় ও দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে
যাচ্ছে। আগামিতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাজিদ মাহমুদ- সাধারণ সম্পাদক ফারদিন সানি-
মহিলা বিষয়ক সম্পাদিকা সুমাইয়া আফরিন- কার্যকরী সদস্য আরিফুল ইসলাম অন্যন্ন সদস্য উপস্থিত ছিলেন।