
আব্বাস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া:
সতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা কঠিন হুঁশিয়ারি দিলেন ম্যাজিস্ট্রেটকে তার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।
শনিবার(১৭ ই জানুয়ারি ২০২৬ ইং)
ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনের প্রচারণা বন্ধ করে দিয়েছে এ ঘটনাকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ আদালত,
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা ৮ নং নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার একটি উঠান বৈঠক চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনি প্রচারণা নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়।
একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ করে বলেন, নির্বাচনী প্রচারণা সবাই করিতছে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায়। আমি নির্বাচনী প্রচারণা করলে দোষ কেন?
আমি না বললে আপনি এই এলাকা ছেড়ে যেতে পারবেন না। তিনি আরও বলেন, আমার কোনো দল লাগে না, আমি ব্যারিস্টার রুমিন ফারহানা।
এ সম্পর্কে জানতে চাইলে সরাইল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দৈনিক শেষ সংবাদ প্রতিনিধি কে জানান, ১৭ জানুয়ারি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা নির্বাচনি প্রচারণা চালান, যা নির্বাচন আচরণবিধিমালা ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘনের শামিল। এ কারণে তাৎক্ষণিকভাবে ওই সমাবেশ ভেঙে দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ ঘটনায় জুয়েল নামের এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। শাহরিয়া হাসান খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।
























