
মোঃ ফারুক মিয়া, সিলেট :
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর রাতে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সিলেটে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা আলমপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তাঁরা ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘ভুয়া ভুয়া’, ‘শিক্ষাসচিব পদত্যাগ করায় তাদের যায় আসে না, তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করে ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভের কারণে সিলেট, জকিগঞ্জ, বিয়ানীবাজার সড়ক প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়, ফলে ভেতরে থাকা অসংখ্য যানবাহন আটকা পড়ে এবং আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষাবোর্ডের গেইটের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরও রাত তিনটায় গিয়ে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। সকালে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বের হয়ে জানতে পারি পরীক্ষা স্থগিত। এমন দায়িত্বজ্ঞানহীন শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আমরা আর দেখতে চাই না।’ এছাড়া ঢাকায় আমাদের শিক্ষার্থীদের উপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ লাঠিচার্জ করায় আমাদের ভাই বোনরা আহত হয়েছেন আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা এই জন্য আন্দোলন করিনি দরকার হয় আরেকটি আন্দোলন করবো।