
চঞ্চল,
শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও একটি ‘গুপ্ত সংগঠনে’র মব সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার -১৪ জুলাই- বিকেলে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদী মিছিল ও সমাবেশের মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে, এদিন বিকেলে শহরের মিশনমোড় চত্বরে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিশনমোড় চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে ছাত্রদলের জেলা, পৌর ও সদর উপজেলা শাখার কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং সাংগঠনিক সম্পাদক জোয়ার্দার তৌফিক হাসান শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা ছাত্রদল সভাপতি তার বক্তব্যে অভিযোগ করে বলেন, “একটি চক্র বিএনপিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে এবং কাল্পনিক গুজব রটাচ্ছে। আমরা এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাই।”
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপিকে গুজব ছড়িয়ে দুর্বল করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, “এই দলটি দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। একে চাইলেই নিশ্চিহ্ন করা সম্ভব নয়।”
সমাবেশ থেকে, বক্তারা সকল প্রকার ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধ করে শিক্ষাঙ্গনসহ সারাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জোর দাবি জানান।