
মোঃ রাকিবুল ইসলাম, পূর্বাচল প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম, রূপগঞ্জ ও পূর্বাচল সেনা সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, আমাদের দেশে সব ধর্মের মানুষ একসাথে বসবাস করে এবং সবার উৎসব আমরা একসাথে পালন করি। পারস্পরিক বিদ্বেষ ভুলে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে। পূজা উদযাপনে কেউ রাজনৈতিক প্রভাব বিস্তার বা উসকানি দেওয়ার চেষ্টা করলে, তার পরিচয় যাই হোক না কেন, আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।
তিনি আরও জানান, পূজাকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর্মি ইন্টেলিজেন্স, এসবি, ডিজিএফআইসহ বিভিন্ন সংস্থা সতর্ক অবস্থানে থাকবে। একই সঙ্গে উপজেলার ৪৮-৪৯টি পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, যেখানে ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের দায়িত্বশীলরা ২৪ ঘণ্টা সক্রিয় থাকবেন। এতে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
সভায় বক্তারা পূজাকে সুন্দর, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।