
নিউজ ডেস্ক:
বায়ার্ন মিউনিখের জয়রথ থামছেই না। জার্মান বুন্দেসলিগায় বায়ার লেভারকুজেনকে ৩-০ গোলে হারিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে বাভারিয়ানরা। ম্যাচের তিন গোলই এসেছে প্রথমার্ধে।
শনিবার (১ নভেম্বর) নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় লেভারকুজেনকে আতিথ্য দেয় বায়ার্ন।
২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন লেভারকুজেনের বিপক্ষে বায়ার্ন এদিন নেমেছিল কিছুটা ভিন্ন একাদশ নিয়ে। ইনজুরি ও রোটেশনের কারণে শুরুর দলে ছিলেন না হ্যারি কেইন, উপামেকানো, লুইস দিয়াস ও মাইকেল ওলিসের মতো তারকারা। তবে তাদের অনুপস্থিতি টের পেতে দেয়নি স্বাগতিকরা।
প্রথমার্ধেই দাপুটে খেলায় নিয়ন্ত্রণ নেয় দলটি। সের্জ গ্যানাব্রি প্রথমে এগিয়ে নেন বায়ার্নকে। এরপর ব্যবধান বাড়ান নিকোলাস জ্যাকসন। বাকি এক গোল আসে লেভারকুজেনের আত্মঘাতী ভুলে।
এই জয়ের মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে টানা জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করল বায়ার্ন। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটি টানা ১৫ ম্যাচে জয় পেয়েছে। আগের ম্যাচেই তারা এসি মিলানের ১৪ ম্যাচের টানা জয়ের রেকর্ড ভেঙেছিল।
লিগে টানা নবম জয় নিয়ে ২৭ পয়েন্টসহ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। পাঁচ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে আরবি লাইপজিগ।

























