
চঞ্চল,
লালমনিরহাট: মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) লালমনিরহাটে দুটি পৃথক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা ও ফেন্সিডিল জব্দ করেছে। এই অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ১১টা ১০ মিনিটে র্যাব-১৩ এর একটি দল হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের ছাতকদিঘী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ শফিকুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
একই দিনে আরেকটি অভিযানে কালীগঞ্জ উপজেলার কাঞ্চনশ্বর এলাকা থেকে ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। দুপুর ২টা ১০ মিনিটে র্যাবের আরেকটি দল পরিত্যক্ত অবস্থায় এই ফেন্সিডিলগুলো খুঁজে পায়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।