
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লোকসংগীত চর্চার মাধ্যমে শিশুদের আত্মশুদ্ধি ও জীবনবৃদ্ধির লক্ষ্য নিয়ে লালমনিরহাটে বেসরকারি সংস্থা মায়ের তরী’র আয়োজনে দিনব্যাপী লোকসংগীত উৎসব -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে-পুরাতন- সোমবার-১৯ মে- সকাল ১১ টায় এই উৎসব শুরু হয় যা রাত ১১ টা ৩০ মিনিট পর্যন্ত চলে।
দুই পর্বে আয়োজিত এই উৎসবের প্রথম পর্বে ছিল প্রদীপ প্রজ্বলন এর সাথে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধন, সংস্থার প্রতিষ্ঠাতা “মা” উয়েরা সেথের ৮০তম জন্মদিন পালন, অতিথিদের বরণ, আলোচনা ও সংগীতানুষ্ঠান।
প্রথম পর্বের অনুষ্ঠান উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক -সার্বিক- মো. মাহবুবুর রহমান ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মাদ মতিয়ার রহমান।
উৎসবের দ্বিতীয় পর্বের সভাপতিত্ব করেন মায়ের তরী’র প্রতিষ্ঠাতা ও নরওয়ের কবি, লেখক, লোকসংগীত গবেষক “মা” উয়েরা সেথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এই পর্বের কার্যক্রমগুলোর মধ্যে ছিল- গুরুগৃহের শিক্ষার্থীদের লোক সংগীত পরিবেশনা, যন্ত্র প্রশিক্ষণ কেন্দ্রের পরিবেশনা, লোকসংগীত বিষয়ক আলোচনা, তরী’র ক্লাসের শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের লোকসংগীত পরিবেশনা এবং উৎসবের সমাপনী পর্ব।
মায়ের তরী সংস্থাটির নির্বাহী পরিচালক সুজন কুমার বেদ জানান, লোকসংগীত গ্রামীণ জনগোষ্ঠীর হৃদয়ের সংস্কৃতি। লোকসংগীতের মাধ্যমে সাধারণত মানুষ তাদের আনন্দ-বেদনা, প্রেম-বিবাহসহ বিভিন্ন অনুভূতি প্রকাশ করে এবং জীবন সংগ্রামে উজ্জীবিত হয়। তাই বাংলার লোকসংগীতের সুরে সকলের মন ও প্রাণকে ভরিয়ে তুলতে এই আয়োজন।
উল্লেখ্য, মায়ের তরী জেলার আদিতমারী উপজেলায় অবস্থিত একটি বেসরকারি সংস্থা।