
চঞ্চল,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর পক্ষে নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে রাজপথ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় আসাদুল হাবিব দুলুর সমর্থনে ধানের শীষের পক্ষে মিছিল করেছে লালমনিরহাট পৌর ২নং ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্রদল।
সন্ধ্যায় নর্থ বেঙ্গল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ২নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকা মদিনা পাড়া, টিএনটি মোড়, কুড়াটারী ও নবীনগরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে মিছিলটি নর্থ বেঙ্গল মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরমান আসিফ এবং সাধারণ সম্পাদক মোঃ শাহীন ইসলাম। মিছিলে ওয়ার্ড ছাত্রদলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় নেতাকর্মীদের কণ্ঠে ‘দুলু ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘ভোট দিবেন কিসে? ধানের শীষে’, ‘তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন’—এমন সব মুখরিত স্লোগানে পুরো এলাকা নির্বাচনী আমেজে মেতে ওঠে। এছাড়াও ‘লালমনিরহাট-৩ আসনের মার্কা—ধানের শীষ মার্কা’ এবং ‘চাচা-চাচির মার্কা—ধানের শীষ মার্কা’ স্লোগানে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
মিছিল শেষে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছরের বঞ্চনা ও দুঃশাসনের অবসান ঘটাতে লালমনিরহাটের মানুষ এখন ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইকে সংসদে পাঠাতে ছাত্রদল রাজপথে থেকে কাজ করে যাবে।

























