
চঞ্চল,
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-১৩ এর অভিযানে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকা থেকে ১১ টিরও বেশি মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. তৈয়ব আলী ওরফে তৈয়ব সভাপতি ওরফে তৈয়ব ডাকাত -৪৮- কে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার -১ জুলাই – একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক -মিডিয়া- ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেপ্তারকৃত তৈয়ব গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার রামপুর এলাকার মৃত সাহেব আলী গাছুর ছেলে।
র্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা ৫৫ মিনিটে পলাশবাড়ী থানার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অভিযান পরিচালনা করে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল। এই এলাকায় অবস্থিত তিনবোন নামের একটি হোটেল থেকে ডাকাত সর্দার তৈয়বকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলায় ১১ (এগারো) টিরও বেশি ডাকাতি, দস্যুতা, চুরি এবং অন্যান্য মামলা রয়েছে। পাশাপাশি দিনাজপুর ও বগুড়া জেলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।
গ্রেপ্তার হওয়া তৈয়বকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।