Dhaka , Wednesday, 28 January 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাটে খুদে ফুটবলারদের মাসব্যাপী প্রশিক্ষণ ও ডেভেলপমেন্ট কাপ শুরু রেলের ভূমি দখলে ‘পরিকল্পিত’ আগুন, পুড়ল কয়েকশ চারাগাছ দুর্গাপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল শেরপুরে ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে আহত শতাধিক। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দায়িত্বশীল বস্তুনিষ্ঠ ও নৈতিক সংবাদ চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ:- বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান রূপগঞ্জে হ্যাঁ ভোটের প্রচারণায় বাধা কর্মচারীকে পিটিয়ে জখম মুক্তিযোদ্ধার জানাযা পড়ালেন জামায়াত প্রার্থী রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল রাজাপুর–কাঁঠালিয়ায় ভালো নেতৃত্ব চান মানুষ: ব্যারিস্টার মঈন ফিরোজী ​হরিপুরে উপজেলা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত রাজাপুরে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কসহ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান রাজাপুরে নির্বাচনী প্রচারনা করায় জামায়াতের কর্মীকে পিটিয়ে আহতর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে  নোয়াখালীতে দুই মাদক সেবীকে কারাদন্ড গার্মেন্টসের রাজধানী গাজীপুর, নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার চালু করা হবে–তারেক রহমান বগুড়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান: অস্ত্রসহ যুবক আটক সাতকানিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার  পাইকগাছায় সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘ভোটের গাড়ি’র প্রচারণামূলক প্রদর্শনী অনুষ্ঠিত পাইকগাছার আদর্শ শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছার সাবেক ছাত্রনেতা বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা দৃষ্টিনন্দন ও বাহারি পাটজাত পণ্য ক্রেতাদের চাহিদা ফটিকছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ দুই সশস্ত্র সন্ত্রাসী আটক অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: রায়পুরে বিনিময় ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা। মোংলায় নির্বাচন ঘিরে নৌবাহিনী টহল জোরদার, জনমনে স্বস্তি সিএমপি স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত ধানের শীষে’র প্রার্থী ব্যারিস্টার মীর হেলালে’র সমর্থনে এ্যাব চট্টগ্রামে’র নেতৃবৃন্দের প্রচার-প্রচারণা জিয়ার পরিবারের আস্থাভাজন ও আগামীর হবিগঞ্জ জেলার বানিয়াচং আজমিরীগন্জের রূপকার আহমেদ আলী মুকিব (আব্দুল্লাহ) রাজনীতি, নির্বাচন ও ভবিষ্যৎ বাংলাদেশ, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন ভোটারদের হৃদয়ে ‘দুলু ভাই’: লালমনিরহাট-৩ আসনে জনপ্রিয়তার শীর্ষে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নির্বাচন সামনে রেখে সীমান্তে ১৫ বিজিবির কড়াকড়ি: মোগলহাটে আগ্নেয়াস্ত্র জব্দ

রেলের ভূমি দখলে ‘পরিকল্পিত’ আগুন, পুড়ল কয়েকশ চারাগাছ

  • Reporter Name
  • আপডেট সময় : 09:28:39 pm, Wednesday, 28 January 2026
  • 2 বার পড়া হয়েছে

এন.রহমান নয়ন, চন্দনাইশ প্রতিনিধি:

দোহাজারীতে রেলের ভূমি দখলের জন্য ‘পরিকল্পিতভাবে’ দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের দুপাশে রোপিত বিভিন্ন প্রজাতির কয়েকশ ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা। নবনির্মিত দোহাজারী রেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। চারাগুলো আড়াই বছর আগে রেললাইনের পাশে রোপণ করা হয়েছিল। এর আগেও রেললাইনের দুপাশে বিভিন্ন অংশে গাছ পুড়ে গেছে। তবে এ ব্যাপারে গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যাচ্ছে না। চন্দনাইশের দোহাজারী, সাতকানিয়ার কালিয়াইশ, কেউচিয়াসহ বিভিন্ন স্থানে রেললাইনের দুপাশের বিস্তীর্ণ অংশজুড়ে পোড়া গাছ অংশ দেখা যাচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, দুর্বৃত্তের দেয়া আগুনে রেললাইনের পাশে কয়েকশ গাছের চারা পুড়ে গেছে। পোড়া গাছগুলো মরা পাতা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রতি বছর এমন দৃশ্য দেখা যাচ্ছে নবনির্মিত এ রেললাইনের দুপাশে। রেললাইনের মাটিক্ষয় রোধে এবং স্থায়িত্ব বৃদ্ধির জন্য রোপণ করা গাছগুলো পুড়ে যাওয়ায় বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে এই রেললাইনটির বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে রেল চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানা যায়, চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনটি পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াতে দেশি–বিদেশি পর্যটক ও সাধারণ যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। দিন দিন বাড়ছে এ লাইনে যাত্রীর সংখ্যাও। নিয়মিত ৪ জোড়া ট্রেন চলাচল করছে এ পথে। কিন্তু দেখভাল ও তদারকির অভাবে চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনটি ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। লাইনের দুপাশে গাছের চারাগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এতে পরিবেশেরও মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। কিন্তু আগুন নেভাতে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এগিয়ে আসছে না দায়িত্বরতরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, রেললাইনের পার্শ্ববর্তী অনেক লোকজন রয়েছে। যারা রেললাইনের পাশ দখল করে চাষাবাদ করার জন্য পরিষ্কারের নামে পরিকল্পিতভাবে শুকনো পাতা ও খড়কুটোতে আগুন লাগিয়ে দেয়। এতে শুকনো পাতা ও খড়কুটোর সাথে চারা গাছ, কাঁচা ঘাস, লতাপাতা পুড়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। পরবর্তীতে সেখানে চাষাবাদ করবে তারা। আগুন দিয়ে চারা গাছগুলো জ্বালিয়ে দেয়ার বিষয়টি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।

এ লাইনের তদারকিতে থাকা এনরাক এর ট্রি–প্লানটেশনের সুপারভাইজার সানাউল্লাহ বলেন, রেললাইনের পাশে আগুন লাগিয়ে দিয়ে গাছ জ্বালিয়ে দেয়ার বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে তারা খোঁজ–খবর নিচ্ছেন।

ঠিকাদারী প্রতিষ্ঠান তমা গ্রুপের দোহাজারী অফিসে দায়িত্বরত ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন জানান, তিনি হাঁটতে গিয়ে আগুনে রেললাইনের পাশে গাছগুলো পুড়ে যাওয়ার দৃশ্য দেখেছেন এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। বিষয়টি তারাও খতিয়ে দেখছেন।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, কে বা কারা রেলস্টেশনের সামনে রেললাইনের পাশে আগুন দিয়ে অসংখ্য গাছ পুড়ে দিয়েছে। গত বছরও দোহাজারী স্টেশনের পাশে কতিপয় লোকজন রেললাইনের পাশে আগুন ধরিয়ে দেয়ায় আমসহ বিপুল সংখ্যক বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ পুড়ে ছাই হয়ে যায়। চট্টগ্রাম–কঙবাজার রেললাইনটি সংশ্লিষ্ট ঠিকাদার এখনো রেলওয়ে কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়নি। ফলে এ লাইনটি তদারকির দায়িত্ব এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতেই রয়েছে। তবুও এ ব্যাপারে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে খুদে ফুটবলারদের মাসব্যাপী প্রশিক্ষণ ও ডেভেলপমেন্ট কাপ শুরু

রেলের ভূমি দখলে ‘পরিকল্পিত’ আগুন, পুড়ল কয়েকশ চারাগাছ

আপডেট সময় : 09:28:39 pm, Wednesday, 28 January 2026

এন.রহমান নয়ন, চন্দনাইশ প্রতিনিধি:

দোহাজারীতে রেলের ভূমি দখলের জন্য ‘পরিকল্পিতভাবে’ দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের দুপাশে রোপিত বিভিন্ন প্রজাতির কয়েকশ ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা। নবনির্মিত দোহাজারী রেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। চারাগুলো আড়াই বছর আগে রেললাইনের পাশে রোপণ করা হয়েছিল। এর আগেও রেললাইনের দুপাশে বিভিন্ন অংশে গাছ পুড়ে গেছে। তবে এ ব্যাপারে গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যাচ্ছে না। চন্দনাইশের দোহাজারী, সাতকানিয়ার কালিয়াইশ, কেউচিয়াসহ বিভিন্ন স্থানে রেললাইনের দুপাশের বিস্তীর্ণ অংশজুড়ে পোড়া গাছ অংশ দেখা যাচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, দুর্বৃত্তের দেয়া আগুনে রেললাইনের পাশে কয়েকশ গাছের চারা পুড়ে গেছে। পোড়া গাছগুলো মরা পাতা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রতি বছর এমন দৃশ্য দেখা যাচ্ছে নবনির্মিত এ রেললাইনের দুপাশে। রেললাইনের মাটিক্ষয় রোধে এবং স্থায়িত্ব বৃদ্ধির জন্য রোপণ করা গাছগুলো পুড়ে যাওয়ায় বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে এই রেললাইনটির বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে রেল চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানা যায়, চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনটি পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াতে দেশি–বিদেশি পর্যটক ও সাধারণ যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। দিন দিন বাড়ছে এ লাইনে যাত্রীর সংখ্যাও। নিয়মিত ৪ জোড়া ট্রেন চলাচল করছে এ পথে। কিন্তু দেখভাল ও তদারকির অভাবে চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনটি ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। লাইনের দুপাশে গাছের চারাগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এতে পরিবেশেরও মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। কিন্তু আগুন নেভাতে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এগিয়ে আসছে না দায়িত্বরতরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, রেললাইনের পার্শ্ববর্তী অনেক লোকজন রয়েছে। যারা রেললাইনের পাশ দখল করে চাষাবাদ করার জন্য পরিষ্কারের নামে পরিকল্পিতভাবে শুকনো পাতা ও খড়কুটোতে আগুন লাগিয়ে দেয়। এতে শুকনো পাতা ও খড়কুটোর সাথে চারা গাছ, কাঁচা ঘাস, লতাপাতা পুড়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। পরবর্তীতে সেখানে চাষাবাদ করবে তারা। আগুন দিয়ে চারা গাছগুলো জ্বালিয়ে দেয়ার বিষয়টি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।

এ লাইনের তদারকিতে থাকা এনরাক এর ট্রি–প্লানটেশনের সুপারভাইজার সানাউল্লাহ বলেন, রেললাইনের পাশে আগুন লাগিয়ে দিয়ে গাছ জ্বালিয়ে দেয়ার বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে তারা খোঁজ–খবর নিচ্ছেন।

ঠিকাদারী প্রতিষ্ঠান তমা গ্রুপের দোহাজারী অফিসে দায়িত্বরত ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন জানান, তিনি হাঁটতে গিয়ে আগুনে রেললাইনের পাশে গাছগুলো পুড়ে যাওয়ার দৃশ্য দেখেছেন এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। বিষয়টি তারাও খতিয়ে দেখছেন।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, কে বা কারা রেলস্টেশনের সামনে রেললাইনের পাশে আগুন দিয়ে অসংখ্য গাছ পুড়ে দিয়েছে। গত বছরও দোহাজারী স্টেশনের পাশে কতিপয় লোকজন রেললাইনের পাশে আগুন ধরিয়ে দেয়ায় আমসহ বিপুল সংখ্যক বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ পুড়ে ছাই হয়ে যায়। চট্টগ্রাম–কঙবাজার রেললাইনটি সংশ্লিষ্ট ঠিকাদার এখনো রেলওয়ে কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়নি। ফলে এ লাইনটি তদারকির দায়িত্ব এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতেই রয়েছে। তবুও এ ব্যাপারে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।