
এন বি আকাশ, বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) উপজেলার দাউদপুর এলাকার গ্রামেবাড়ি পার্কে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষানুরাগী মহিউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এবং সাধারণ সম্পাদক হাজী বাছিরউদ্দিন বাচ্চু। এছাড়া বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, মতিন ভুঁইয়া, আবু মোহাম্মদ মাছুম, সুলতান মাহমুদ, সলিমউদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এবং উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা।
বক্তারা বলেন, সমাজ উন্নয়ন, মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতা পালনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ ভবিষ্যতেও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. মোমেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে র্যাফেল ড্রসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
























