নারায়ণগঞ্জের রূপগঞ্জে নৌ ডুবির ৪১ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। উদ্ধার হওয়া স্কুল ছাত্রীর নাম সাওয়াল সাঈদ ওসানাহর (১২)। সে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে রূপগঞ্জ উপজেলার পোড়াব এলাকার শীতলক্ষ্যা নদীর সুইচগেট ঘাঁট থেকে ওসানাহর মরাদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জের ইছাপুরা নৌ-পুলিশের পরিদর্শক মাহাবুব। তিনি জানান, আমরা ৯৯৯ এর ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাই এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধারকারী নৌ-পুলিশের একটি দল শুক্রবার সকাল ৮ টার দিকে পোড়াব এলাকার সুইচগেট ঘাঁট থেকে নিখোঁজ ওসানাহর মরদেহ উদ্ধার করি।
উল্লেখ্য গত ২৬ এপ্রিল বুধবার বিকালে শীতলক্ষ্যা নদীতে ঘোড়াশালগামী পাথর বোঝাই এমভি ওমর সাদিয়া নামক জাহাজের ধাক্কায় একটি নৌকা ডুবে যায়। নৌকাতে থাকা ১০ যাত্রীর ৯জন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও স্কুল ছাত্রী ওসানাহর তীরে উঠতে পারেনি। নৌ ডুবির ৪১ ঘন্টা পরে নিহতের মরাদেহ করা হয়েছে।
ওসানাহ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পেরাব এলাকার আবু সাইদের মেয়ে।
রূপগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ এ এফ এম সায়েদ জানান,মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নৌ – ডুবির ঘটনায় মামলা করেছেন নিহতর পরিবার। মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।