
মোঃ আবু কাওছার মিঠু (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ডিবি পরিচয়ে অপহৃত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াকে(৪২) গত ৩সেপ্টেম্বর বুধবার রাতে ঢাকার পোস্তগোলা থেকে উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় রূপগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জহির মিয়া(৩২) নামের এক যুবককে আটক করে। জহির মিয়ার বাড়ি বরগুনা জেলার ভাগরা থানার ফুলতলী গ্রামে।
অপহৃত ইউপি চেয়ারম্যান নাসির মিয়া বলেন, দৃর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে ডিবি পরিচয়ে তাকে ও তার গাড়ির চালক আশিককে সাদা মাইক্রোবাসে অপহরণ করে ঢাকার অজ্ঞাত স্থানে চোখ বেঁধে আটকে রেখে ৫০লাখ টাকা তার কাছে মুক্তিপণ দাবী করে। টাকা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা তাকে মারধর করে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জহির মিয়াকে আটক করে। অপহরণকারী দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান নাসির মিয়াকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটককৃত জহির মিয়াকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত ৩সেপ্টেম্বর বুধবার দুপুরের দিকে ভুলতা গাউছিয়া আজিজ সুপার মার্কেটের সামনে থেকে অস্ত্রের মুখে জিম্মি করে নাসির মিয়াকে অপহরণ করা হয়।
২০২৪ সালের ৫আগষ্ট আওয়ামীলীগের সরকার পতনের পর থেকে নাসির মিয়া গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার আব্দুল আউয়ালের ছেলে।