মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার ৫ তলা গেস্ট হাউজ বিল্ডিংয়ের নিচতলায় রাখা ওয়েস্টে আগুন ও মালামাল লুট করা সময় ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার রূপসী এলাকায় গাজী টায়ার কারখানার ভিতর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মাসুদ রানা- সায়েম- দ্বীন ইসলাম- মোখলেস মিয়া- নাসির- তৌফিক- ইমরান- কামাল- আরিফ ও ইমাম হোসেন।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান- ভোর রাত ৪ টারদিকে একদল লুটেরা গাজী টায়ার কারখানার ভিতরে প্রবেশ করে। এসময় তারা কারখানার ভিতরে ৫ তলা গেস্ট হাউজ বিল্ডিংয়ের নিচতলায় রাখার ওয়েস্টে আগুন ধরিয়ে দিয়ে তারা বিভিন্ন মালামাল লুট করার চেষ্টা চালায়। আগুনের খবর পেয়ে কাচপুর ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ঘটনাস্থল থেকে রূপগঞ্জ থানা পুলিশ-সেনাবাহিনী, ও শিল্প পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি আরো জানান।
এদিকে- গতকাল রবিবার বিকালে গাজী টায়ার কারখানায় মালামাল লুট করার সময় ৭ জনকে আটক করে সেনাবাহিনী। পরে তাদেরকে ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার-ভূমি- ওবাইদুর রহমান সালেহ প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে রাতে তাদেরকে নারায়গঞ্জ কারগারে প্রেরন করে পুলিশ।