
মোঃ আবু কাওছার মিঠু (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার শীতলক্ষ্যা নদীর তিন কিলোমিটার দৈর্ঘ্যরে উকিল বাড়ি খালের দুই কিলোমিটার জুড়ে নির্মাণ করা অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল ২সেপ্টেম্বর মঙ্গলবার এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ তারিকুল আলম। এ সময় কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মফিকুল ইসলাম খান, রোকন মিয়া, কাঞ্চন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক ফরহাদুল ইসলাম, বিপুল সংখ্যক আনসার, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাঞ্চন পৌরসভা প্রশাসক মোঃ তারিকুল আলম বলেন, শীতলক্ষ্যা নদী থেকে ব্রহ্মপুত্র নদীর সংযোগকারী উকিল বাড়ি খাল স্থানীয় প্রভাবশালী ও আবাসন প্রকল্প খালের স্থানে স্থানে বালি ভরাট করে দোকানপাট ও ঘরবাড়ি নির্মাণ করে দখলে নেয়। তাতে অর্ধশতাধিক গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র এ খাল ভরাট করায় বিপুল সংখ্যক মানুষ পানি বন্দি হয়ে পড়ে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাল খননের মাধ্যমে পানি প্রবাহ ফিরিয়ে আনতে এ উচ্ছেদ অভিযান। দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।