
নুর মোহাম্মদ,কক্সবাজার:
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র ভিত্তিক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ মিঠাছড়িতে শ্রমিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইরফান উল হক খোকনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শনিবার ৩০ আগষ্ট ইসলামিয়া দাখিল মাদরাসার হলরুমে শ্রমিক সমাবেশ সভাপতিত্ব করেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আবদুর রহিম।
কেন্দ্র ভিত্তিক শ্রমিক প্রতিনিধি সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার শহর সভাপতি আমিরুল ইসলাম হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলার জামায়াতে ইসলামের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, কক্সবাজার সদর উপজেলা জামায়াতে ইসলামের আমির খোরশেদ আলম আনচারী, রামু উপজেলা
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বুলেট, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন জামায়াতের আমীর তারেক বিন হাসান।
সভায় বক্তারা বলেন, এদেশের ছাত্রসমাজসহ সর্বস্তরের জনসাধারণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কথা বলার সুযোগ করে দিয়েছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ইসলামের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে।
ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক সোলাইমানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা ছানা উল্লাহ, রামু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, সেলিম সরওয়ার শিমুল, মনিরুল আলম ও সরওয়ার আলম।
এসময় জামায়াতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।