
শওকত আলম ককসবাজার,
কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরের পানিরছড়া-ভারুয়াখালী রেলক্রসিংয়ে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শিশুসহ সিএনজি অটোরিকশার পাঁচজন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন দুই নারী, একজন পুরুষ যাত্রী এবং সিএনজি চালক।
শনিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা পানিরছড়া-ভারুয়াখালী সড়ক দিয়ে যাওয়ার সময় রেললাইন পার হচ্ছিল। এসময় চট্টগ্রামগামী একটি দ্রুতগামী ট্রেন এসে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে। তারা বিক্ষোভ শুরু করে এবং রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এতে রেল যোগাযোগে দীর্ঘ সময় বিঘ্ন ঘটে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রশিদনগরের এই রেলক্রসিংয়ে কোনো গেইট কিংবা গেইটম্যান নেই। ফলে প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। তারা বলেন, “রেল কর্তৃপক্ষ বারবার অবহেলা করছে, এতে সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়ছে।”
ক্ষুব্ধ জনতার দাবি—
> “এই রেলক্রসিংয়ে অবিলম্বে গেইট স্থাপন ও গেইটম্যান নিয়োগ করতে হবে। নয়তো জনদুর্ভোগ ও প্রাণহানি বন্ধ হবে না।”
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্তের আশ্বাস দেয় রামু থানা পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।