
নুর মোহাম্মদ,কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত বড়ুয়া সম্প্রদায়ের সাথে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেক সমাজসেবা কর্মকর্তা বাবু অলক বড়ুয়া দুলুর সভাপতিত্বে ৩১ আগস্ট রবিবার অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামু উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মু. হাসান, নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মদ রফিক রামু উপজেলা সেক্রেটারি আবু নাঈম মু. হারুন, সহকারী সেক্রেটারী মুহাম্মদ নুরুল হাকিম।
সমাবেশে প্রধান অতিথি ভিপি বাহাদুর বলেন আমরা নতুন বাংলাদেশে সকল ধর্ম-বর্ণের মানুষের সমমর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ধর্মের ভিত্তিতে সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, বরং সকলেই বাংলাদেশী পরিচয়ে সম মর্যাদায় আমরা বিশ্বাসী। এদেশ আমার -আপনার মুসলিম, হিন্দু -বৌদ্ধ, খ্রীষ্টানসহ সকলের। এদেশ কে নিয়ে আমরা স্বপ্ন দেখি। তাই সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
স্থানীয় ইউপি সদস্য জননেতা বিপুল বড়ুয়া আব্বুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- মাস্টার এনামুল হক, মাস্টার আলী হায়দার, এনজিও কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়া, সাবেক মেম্বার ও কৃতি ফুটবলার সুবির বড়ুয়া বুলু, সাবেক কৃতি ফুটবলার শিপন বড়ুয়া ও ব্যবসায়ী ইন্দ্রজিত বড়ুয়াসহ অন্যান্য ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ। সমাবেশে ৩ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।