
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় ও দুস্থ সহস্রাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩ বাংলাদেশ-এর সাবেক জেলা গভর্ণর লায়ন শামছুল ইসলাম খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন, জেলা কেবিনেট লিডার লায়ন মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র লায়ন আবুল বাশার মিন্টু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবদুর রহমান ও পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আলম মুন্না প্রমূখ।
উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদল নেতা ইমাম হোসেন।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের প্রতিষ্ঠাতা ও দৈনিক ইত্তেফাক রামগঞ্জ প্রতিনিধি মাহমুদ ফারুক।
উপহার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠানের পর উপজেলার মাঝিরগাঁওসহ বিভিন্ন স্থানে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।