
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ও আরপিও অনুযায়ী সকল মনোনীত প্রার্থীকে নিজ দায়িত্বে প্রচারিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন ৪৮ ঘন্টার মধ্যে অপসারণ করার বাধ্য বাধকতা বেধে দেওয়া হয় । এরই অংশ হিসেবে লক্ষ্মীপুর–১ রামগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী নিজেই আজ ১২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় সরকারি তফসিল অনুযায়ী তার এলাকায় পোস্টার ব্যানার অপসারণ শুরু করেছেন।
আজ দিনব্যাপী তিনি নেতা কর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালিয়ে যান।
নাজমুল হাসান পাটোয়ারী জানান,নির্বাচনের তফসিল ঘোষণার পর বাধ্যবাধকতা থাকায় এবং আমীরে জামাত ডাঃ শফিকুর রহমানের নির্দেশ ক্রমে আমরা ব্যানার ও পোস্টার অপসারণ শুরু করি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সমগ্র উপজেলা হতে সব পোস্টার ব্যানার অপসারণ সম্ভব হবে।
তার এ কার্যক্রমকে সুশীল সমাজ অভিবাদন জানিয়ে বলেন,সবপ্রার্থী যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজ দায়িত্বে কাজ কর্ম করে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংহিসতা অনেকটাই কমে আসবে।
























