
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
অর্থ মন্ত্রণালয় কর্তৃক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতকরা হারে বাড়ি ভাড়া না দিয়ে মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করায় লক্ষ্মীপুরের রামগঞ্জে বেসরকারি শিক্ষক সমিতির উদ্যোগে আজ ৮ অক্টোবর উপজেলা পরিষদ চত্বরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মনির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ চৌধুরী বি এস সির সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রথম শিক্ষক মোঃ সোহরাব হোসেন, দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তসলিম মিয়া,টিউরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আথাকরা উচ্চ বিদ্যালয়ের ভাবপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মন্নান বিএসসি সহ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিল নিচহরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন বিএসসি,টিউড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম খন্দকার, চন্ডিপুর মনসা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হোসেন হীরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী বৃন্দ। বক্তারা এর তীব্র প্রতিবাদ জানান এবং শতকরা হারে বাড়িভাড়া প্রদানের জন্য জোর দাবি জানান।