
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশ্ব বিখ্যাত জতুন পেইন্ট এন্ড কোটিংস এর শো-রুম আজ রবিবার সকাল ১১টায় উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সানি ফিতা কেটে লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরের জিয়া শপিং কমপ্লেক্স মসজিদ গেইট সংলগ্ন মেসার্স আহম্মেদ এন্টারপ্রাইজের দ্বিতীয় তলায় নতুন রিটেইল কনসেপ্ট শপটির শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, হেড অব সেলস এন্ড মার্কেটিং তারিকুল ইসলাম, সেলস ম্যানেজার সিকদার শাহিনুর রহমান, রামগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ট সহ-সভাপতি মনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর আবদুস সাত্তার লাতু প্রমূখ।
কোম্পানীর অথারাইজড ডিলার মেসার্স আহম্মেদ এন্টারপ্রাইজের মালিক হোসেন আহম্মেদ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জতুন পেইন্ট এন্ড কোটিংসের বিশেষত্ব উপস্থিত অতিথি ও সকলের নিকট উপস্থাপন করেন।